যা কিছু ছিলো অসম্পূর্ণ পূর্ব সময়ের,
সবটুকুই মুছে ফেলেছি আমি,
শুধু মুছে ফেলতে পারিনি যেটুকু!
তা নিয়েই নতুনের আগমন।
যা কিছু বলার ছিলো যাকে
সবটুকু বলে দিয়েছি আমি।
শুধু করা হলো না,
কিছু অসম্পূর্ণ অধ্যায়ের সমাপ্তকরণ!
যে সূর্যের আলোতে চন্দ্র হয়েছিলাম
কোনো একদিন!
অমাবস্যায় আজ কুচকুচে কালোয় ঢাকা আমি,
তার সবটুকু আলো অন্য কোনো উপগ্রহে,
আমি নাহয় নিজে নিজেই করেছি কারাবরণ।
যার কাছে খুব ঘৃণিত আমি,
দুষ্ট আমি,ভালো মেয়ে নই,
যার কাছে বেজায় খারাপ,
তুলনাহীন কোনো নিঃস্ব নারী!
তাদের কাছে ক্ষমা চেয়ে নিই,
জানিয়ে দিই আমার কথা
সকলের মনে জায়গা পাবোনা,
সরে গিয়েছি বহুকাল আগেই,
ত্যাগ করেছি তাদের ছাঁচ,
ভেঙে ফেলেছি তাদের দেওয়া গড়ন।
যাদের কাছে খুব ভালো হই,
ভালোবেসে যারা নিয়েছে খোঁজ!
বিপদে আপদে থেকেছে পাশে,
মনে করেছে আমার মনকে রোজ!
তাদের ছেড়ে আর যারা আছে, এই নশ্বর দুনিয়াতে,
তাদের যেনো ভুলে যাই আমি,
পাহাড়ের অতলে পাওয়া স্বর্ণ পেয়ে,
শ্রমিক হাসিমুখে মেনে নেয়
তার মালিক ছিলো কতটুকু কৃতঘ্ন!