অনেক কিছু বুঝি
আবার কিছুই বুঝি না,
অনেক কিছু জানি
আবার কিছুই জানি না।
অনেক কিছু খুজিঁ
আবার কিছুই খুজিঁ না
আনেক কিছু চিনি
আবার কিছুই চিনি না।
আরও যে কত রয়েছে দ্বন্দ্ব
এর নাই কোন সীমানা।
মনের ভেতর এলোমেলো ভাবনা
চাওয়া পাওয়ার নাই কোন সম্ভাবনা।
ভাব ধরে কিছু হয় না
মন যা চায় তা পায় না
আবার যা পায় তা
কখনই চায় না।
সকলই যেন কল্পনা
কি হতে কি হবে নাই কোন ধারনা,
কখন কোথায় কি হবে
সবই রয়েছে অজানা।