জ্বলছে চারদিকে কেবলই অগ্নি
অগ্নির তাপদাহে পুড়ে ছাই হচ্ছে সব।
ছারখার হয়ে যাচ্ছে
মানুষের মানবিকতা
সারল্যের সরলতা,
মাথাচারা দিয়ে উঠছে কেবলই হিংস্রতা।
নাই শান্তি নাই সততা
কেবলই চাই শুধুই ক্ষমতা,
হন্ত-দন্ত কেবলই আতন্ক
কোথায় হবে সকলে শান্ত
কোথায় এর শেষ প্রান্ত ?
চলবে...