আমাদের গ্রামখানি সবুজ শ্যামল,
মিলেমিশে থাকি মোরা নিয়ে বুকে বল।
চাষী ভাই বুনে ফসল মাস যায় গুনে,
পরে তারা পাকা ধান ঘরে তুলে আনে।
গরুর পাল নিয়ে রাখাল বাজায় বাশিঁ,
দিনশেষে পাল নিয়ে ঘরে ফিরে আসি।
পাতিহাঁস ভেসে বেড়ায় পুকুরের জলে,
চুপি চুপি ডুব দিয়ে ঠোঁটে মাছা তোলে।
আমাদের গাঁয়ে অনেক গাছ-গাছালি,
কিচির মিচির করে সেথা পাখ-পাখালি।
একেঁ বেকেঁ বয়ে চলে নিয়ে বুকে জল,
শীতল করে প্রাণ ছাঁয়ার আঁচল।
সবুজে ঘেরা গ্রাম ভারি সুন্দর,
দেখে দেখে ভরে সবার প্রাণ-অন্তর।
এখানেতে বাস করে মনে লাগে সুখ,
এ দেশেতে জন্ম ভেবে ভরে উঠে বুক।