আধাঁরে যখন দেখবে আমায়
তখন কেউ চিনবে না
দিনের আলোয় আসবো যখন
কেউ খুজেঁ পাবে না।
আমি এক অতৃপ্ত আত্না
দেখা যায় ছোঁয়া যায় না
বাচঁতে তোমরা দাওনি আমায়
তাই যেতে ইচ্ছে হয় না।
তোমাদের মাঝে থাকতে চাই
ভয় পেয়ো না তোমরা
আমায় শুধু আশ্রয় দাও।
মানুষগুলো যে কেন অমানুষ
নির্বিচারে হত্যা করে
যাকে তাকে যখন তখন,
দু'দিন পরেই সব ভুলে যায়
খুজেঁ না কেউ এর কারণ।
ভাবে না কেউ
আমরা কেহই থাকব নাতো এই ভবে,
কাউকে মেরে কি হবে আর
একদিন তো যেতেই হবে।
যা খুশি তাই করবে
এটাই কি সবার পণ,
এমনতো আর হবে না যে
থাকবে ভবে আজীবন।
হিসেব তোমায় দিতে হবে
তাও তুমি জান,
সময় থাকতে তাইতো সবে
সর্ব স্রষ্টাকে মান।