আমার জীবনে রঙ্গীন সকাল
আসল না আর আসল না
হতাশায় কেটে গেলো সারাজীবন
হলো না আমার কোন স্বপ্ন পূরণ।
মাকড়সার জালের মতো জড়িয়ে আছে
কেবলই ব্যর্থতা,
সফলতার দ্বার কোথায় আছে
আমি খুঁজে পাইনি,
জানিনা, না পাওয়ার কারণ।
জীবনের চাওয়াতো বেশি ছিল না
তবু কেন আমি কিছুই পেলাম না
আমার মনের ক্ষোভ কেহ জানে না
পারব কি থামাতে আমি
আমার হৃদয়ের রক্তক্ষরণ।
অল্পের মাঝেই আমি খুঁজেছিলাম সুখ
সেটাও পেলাম না,
দুঃখই বয়ে গেলাম সারাজীবন
সুখের ছোঁয়া পেলাম না,
গেঁথে গেলাম শুধু স্বপ্নের ভুবন।