ভুলিতে নাহি পারি সখা,
সদা মনে জাগে ।
সেদিন যে তোমায়
দেখিলাম,
দাতা বাবার মেলাতে ।
কি তোমার নাম ?
কি বা তোমার গোত্র ?
নাহি জানি ভিন্ন
তবুও মন কেন চাই
তারে খুঁজতে ।
বুঝি এ মনে ঝড় উঠেছে
থামার সময় নয়
রাতে রাত কাটে না দিন
নদীতে গিয়ে খেয়া বয়
খোয়া গেছে দিল ।
বসে নাকো মাণিক চাঁদ
শবতে আমার
কোথায় যে খুঁজে পাই
পেতে চাই তোমায়
অর্ধ নগ্ন শরীর আমার
শরমে মরে
বলিতে পারিব কি ?
এ জীবন নত তোমার চরণে,
ক্রীতদাসে ।।
রচনাকাল-17/01/2021
10:00pm