পরনে কাপড় থেকে ব্যাবহার করা সব জিনিস
আমি ট্যাক্স দিয় কি জন্য ?
আমার এই জমা করা ট্যাক্স থেকে
সকল কর্মচারীর মাইনে হয়,
সকল উন্ননের কাজে গতি আসে ।
যেদিন আমি বিবাহ করি;
সরকার বলে,...
পপুলেশনকে কন্ট্রোল করতে হবে
ঘরে শুধু একই সন্তানের আলো জ্বলবে
ফুটিবে দুই কলির এক ফুল ।
এও মেনে নিলাম!
কিন্তু কেউ বলতে পার...
সাধারণ মানুষের বেঁচে থাকার
অধিকার কোথায় ?
চারিদিকে রাজনৈতিক দাবানলে
সন্তান জ্বলছে, জ্বলন্ত চিতায় ।
পারবে কি তোমরা ?
মায়ের কোল ফিরিয়ে দিতে ।
রাজ্যে রাজ্যে রাজনীতির প্রতিহিংসা,
তোমাদের ছোড়া বোমের ঘাতে
আজও জ্বলছে ,জ্বলন্ত বাস ।
ছেড়ে দাওনি সেই ছোট্ট শিশুটিকে
সেও কি বোঝে, তোমাদের রাজনীতি
তবে চায়নে এই ভোট! মসনদের লড়াই
গরিবের শুধু চাই
'এক মুঠো ভাত' ।।
রচনাকাল - 03/01/21