চির সবুজের মাঝে একটি পরিত্যক্ত গাছ
যাকে আমরা বলি পড়াগাছ ।
ভগ্ন ,পলকা, রুষ্ট এই বৃক্ষ
আজ এর কোন কাজে লাগেনা;
এর প্ৰয়োজন ফুরিয়েছে ।
বাইরে খোলা আকাশের নীচে
রোদ বৃষ্টির জলে পড়ে আছে তার নিথর দেহ ।
তাকে তুলে কেউ ঘরে পাটাতন করেনা
রাখেনা মূল্যবান বাক্সেয়
যেমন রাখে চন্দন কাঠ, কপালের ফোটায়
কেউ তাকে দাহ করেনা
মরনের চিতায় ।।


রচনাকাল-03/04/21