আমরা আজ সকলেই বিচলিত
সদায় ব্যাস্ত এই কর্ম জীবনে
পিছনের তাকানো ফুরসৎ থাকেনা,
চলার পথে আইন তুলে নিই;
অজানা ভ্রমে ।
আমরা মানুষ !
কি খাব, আর কি খাবনা
ঠিক করার অধিকার শুধু তার ।
মানুষ সর্বভুক্ত;
যাহা জোটে তাই খায় ।।

হিন্দু খাবেনা গরু,
মুসলমান খাবেনা শুয়ার,
তখন ভয়, এই বুঝি জাত যায় ?
কিন্তু,নারীর অন্তলালসায় কি
কোন জাত নাই ?
জাতি বিদ্বেষ যত ফারাক
ধর্মের জেদাজেদী
ধর্ষকদের তখন জাত কোথায় থাকে ?
নোঙর ভাঙ্গে পাল ।।

রচনাকাল-15/05/2021
10:00 pm