কখনো স্বপ্ন হাঁসাই , কখনো স্বপ্ন কাঁদাই
যেন লুকোচুরি ছলে খেলছে
জীবনটা লড়াই করতে করতে
এসে দাঁড়াই এক পাল বিহীন নৌকই ।
ভেসে ত আছে কিন্তু যাবে কোথায় ?
লক্ষ ভ্রষ্ট দিশা খোঁজে একটি দ্বীপের ।
সে হয়ত জানেও না অজানা দ্বীপে
তাদের প্রাণ সংসয় হতে পারে ।
তবু তাদের সংগ্রাম জীবন বাঁচার ।
সংসারে যখন অর্থহীন, উপার্জনে পথ বন্ধ
ছেলেদের কাছে লাঞ্ছনা গঞ্জনার স্বীকার
হতে হই অনেককে;
অনিচ্ছাকৃতায় ।
যদিও বা কারোর জোটে বৃদ্ধাশ্রম
কারোর বা স্বামী স্ত্রীর মধ্যে পরে ছেদ
দুই ছেলে দুই বৃদ্ধা বাবা মাকে ভাগ করে নেয়,
একটি মাস অন্তর অন্তর ।
তারা মনে করে বাবা মা যেন তাদের বোঝা ।।
রচনাকাল -27/11/20
10:00 pm