কি পাপ করেছি তনয়,
জনতার দরবার প্রতিবাদী
সদায় ডাকে ছেলে প্রতিবন্ধী ।
কেহ কেহ বলে---
যার কেহ নাই; আছে তার ভগবান
গরিবের ছেড়া পগট, অনাথ ভগবান ।।

এক কোঠর পর্ণকুটির
তাল পাতায় ছাওয়া
তারি চারি জরাজীর্ণ বন
ছেলে সুস্থ হবে, বাঁথিব যতন ।
ভগ্ন মোর কুটির বিক্রয় করি
হস্ত পাতিয়াছি সকল দ্বারে দ্বারে ।
সুস্থ হবে ছেলে আমার,
প্রতিবন্ধী।

ডাক্তার ডাকেন মশাই
ছেলে হবে সুস্থ
আগে পরীক্ষা কর, মুখে তোলে রক্ত
বুক ভাঙ্গা গ্লানি  চিন্তার ভাঁজ
ছেলে কি সুস্থ হবে না
ব্লাড ক্যান্সার ।।

হে তনয় কি পাপ করেছি
মরার ছলে মরেছি
অষ্ট প্রহর আজ বিষকুম্ভ
সঁপে আত্মা দণ্ডবিধি ।।

রচনাকাল -03/01/2021
10:00pm