আসামিটা লক আপে আছে
নড়ে না চড়ে না বন্দি
মুখে কোন ভাষা নেই
রটে শুধু ফন্দি ।।

কাঠ কাটা চোরাবল
দূর দেশ পারি
গরুটা পাচার জানি
বাংলাদেশ পাড়ি ।
পদ্মা নদী পার হয়
সাঁতার দিয়া গরু
ভালো দাম পেলে
দ্বিধা নেই ওরা,
বেঁচে দেও ঘরের বধু ।
দুই দেশের চোরাবল
মরুতার কাফিরুন ।।

সাঁঝ রাতে ডাকাতি
এ হেন ! হীরক রাজার দেশ ।
সব দেখে সব শোনে
নড়ে না, চড়ে না
চোখের পাতা পড়ে না
কেউ প্রতিবাদ করে না
নিশংসক কাপুরুষ ।।

এ গাঁওটি চেয়ে থাকে
ওই গাঁওটি পানে
এ যেন এলো বুথ ফেরি
গলাকাটা চেন ।
মিটার চেক নামে কয়
আসল কথা অন্য
তাকে যে নিতে হবে প্রাণ
সোনা দানা চেনের জন্য।
সে খুনি, ধর্ষণকারী
অসংখ্য নারীর নিয়েছে  প্রাণ ।।

আসামিটা লোক আপেই আছে
নড়ে না চড়ে না
চোখের পাতা পড়ে না
চার দেওয়ালে বন্দী
শুধু তাকাই, মুখে কাটেনা কিছুই
ভীরুতা ডরে বুক
এই বুঝি ডাক এল
ফাঁসির ঘন্টি  ।।

রচনাকাল -19/01/2021
10:00pm