আমাকে আর লিখতে বল না
আমার বেঁচে থাকার অভিপ্রায়
শেষ ।
হাজারও বছর বেঁচে থাকার চেয়ে
মরে যাওয়া অনেক শ্রেয়।
আমি ঐ কণ্ঠস্বর পাখির মতন
খাঁচায় বন্দি হতে চায়নে,
আমি উন্মুক্ত হতে চায় ।
দাড়াতে চায় নিজের পায়ে
শিকল কেটে উড়তে চায় গগনে
ব্যাবিধের ব্যবধানে ।।
আমি চাইনা পরাধীনতা
স্বাধীন চেতনা স্বদেশভমি
বেঁচে থাকার চেয়ে মরণ
শ্রেয় ।
কি দিয়েছে আমায়; এই নগ্ন সমাজ
পাইছি লাঞ্ছনা,গঞ্জনা
আমার প্রয়োগে কারো অন্ন জোটে
শত্রু দংশনে দণ্ড বিধি ;
তবু সমাজ আমায় লাঞ্ছিত করে
ফেলে রাখে নোংরা ডাস্টবিনে ।
আমি চাইনা পরাধীনতা
এই স্বাধীন ভারতে
আমাকে মুক্তি দাও
73 এর কারাগারে ।।
রচনাকাল -28/11/20
10:00 pm