ওষুধটা আমি এনেই রাখি
বিছানার তটে,
রোজ খাই ঘুমের ওষুধ
তুমি যদি বুঝতে ?

পাহাড়ের বুকে আজ
মেঘ ঢেঁকেছে অন্ধকারে
রাজ পেহারা রাজদরবারে
আঁকায় লাঠি
দৃঢ সত্যের আওয়াজ
ধরে টুঁটি টিপে
তুমি যদি বুঝতে  ।

রাস্তাটা আজ বড়োই বাঁকা
ভুল ওই মরীচিকার ভ্রমঃ
রাজনীতির বেড়া জালে পড়লে
তুমি যদি বুঝতে ।

দেশ মাতার কান্না
বীর এই সৈনিক
রক্তের তন্ময়
তুমি যদি বুঝতে ।

1993 এ মুম্বাই হামলা
কেঁপে ওঠে স্টক এক্সচেঞ্জ অফিস
সেদিন আতঙ্গবাদীরা
দেখেনি জাতপাত;
আতঙ্গবাদীর কি জাত হয় ?
স্বজন হারা কান্না
তুমি যদি বুঝতে ।

ভুখা আজ বড়ই জ্বালা
ডাস্টবিনের খাবার নিয়ে
কুকুরের সাথে লড়তে
তুমি যদি বুঝতে ।

ওষুধটা আমি এনেই রাখি
বিছানার তটে
রোজ খায় ঘুমের ওষুধ
তুমি যদি বুঝতে ।

রচনাকাল-11/01/21
10:00pm