বাঁচার মতন বাঁচতে চাই
আজকে নয়কো হেলাফেলা ।
আমরা বাঁচাতেই চাই
নয়কো বিলাসিতা ।
মুখে দাও উলুর ধ্বনি
শান্তির বীজ কেমন বপন করি
দেশে জ্বলছে চিতা ।।
ক্ষীরের লোভে পায়েস চাও,
তুলেছি দেশ তাতিয়ে
মন্ডা মিঠাই গন্ডায় গন্ডায়
করোনা যে পাতে ।
চারের হিসাব চোদ্দ মিলে
নয়ের হিসাব ছয়
রাজ দরবার হিসাব মেলায়
করোনায় যে কেহ মরেনায় ।
হিসাব তার বহির্ভূত
তথ্যেয় গরমিল,
লইবে সপাট ধরবে গর্দান
টানবে টুঁটি ।
রাজা কহে, সব মিছে
ভূরি ভূরি দোষারপ শুধু
জনতা যে শিকেয় তুলেছে বিধি ।
স্বার্থান্বেষী স্বার্থ লোভে
করিতেছে শুধই কালিমা লিপ্ত ।
রাজা! তোমার সাধের রাম রাজ্যে
শাবদেহ যে গঙ্গায় ভাসছে ।
চাষির ঘরে চাল নেয়
পেট বেঁধেছে অনাহারে
জিনিসের দাম আকাশ ছোঁয়া
কি হবে গড়ে 'মেক ইন ইন্ডিয়া' ?
সরষের তেলে ভূত লাফায়
বেঁচে খাইলি ইন্ডাস্ট্রি
ললিত মালি দেশ ছাড়ে
গরিবের রক্ত চুষে খাইলি ।
ভূরি ভূরি প্রতিশ্রুতি
কইলি জনতারে
আকাউন্টে একটি টাকাও আসেনাই
কেমন করে করে ভাত খাবে ।
প্রতিবছর বেকার যাবে;
হইবে দুই কোটি চাকরি
বেকার আজ ঘরে ঘরে
হাটে বাজারে ডিগ্রির ছড়া ছড়ি ।
হায়রে রাজা! সবাই যদি--
তোর আসল চেহারা দেখতে পেত
সবাই যদি বলতে পারত
রাজা! তোর কাপড় কোথায় ?
রচনাকাল-15/০6/21
9:00pm