গলার মালা কে না চাই পরতে,
ভাগ্য তাকেই ডাকে
যার গলায় চড়বে ।
চক চক করে পুঁতি
চাঁদি নয় সোনা ।
গোয়ালিনি ঘুঁটা দেয়
মাটির পাঁচিলে ।
সেই হাত খুটা খুটবে
পানের বোঁটাতে চুন খসবে ।।
অল্পতে বাবু আনা,
ভাবে বুঝি অর্থ প্রাচুর ।
অর্থে কাঙ্গাল যার ;
সেই গায় গুন ।
এই জগতে হায়! সেই বেশি চাই
যার আছে ভুরিভুরি ।।
মহা সমুদ্রে অবাধ জল
তৃষ্ণাক্ত পথিক জল পান করিলে
সমুদ্র কি শুকিয়ে যায় ?
মালা সবার কাছে প্রিয়
কেউ ইচ্ছাতে পরে
কেউ অন্যের তুষ্টিতে;
তোষামোদে পরে ।।
রচনাকাল -27/04/2021