স্বাধীনতা একশত বছর পার করেছি
কষ্ট আর কষ্ট মনে হয়না,
হজম করে নিয়েছি ।
শিশুটি আর কাঁদে না
খাদ্যের জন্য;
দ্বারে দ্বারে ঘোরেন আর কোন ভিক্ষুকঃ
উচ্ছিষ্ট খাবারের জন্য ।।
কোন মায়ের চোখে জল নেয়,
পাষান হয়েছে পাথর
বলতে পার আজ কিসের গৌরব ?
আনন্দ আর হাসির কণায়
আজ বিষাদের সুর
তবু দেশকে তুলা চায়
বিশ্বের উচ্চতম শিখরে ।।
কেউ কি বলতে পার ?
নিজের খাদ্য সংকটে
শুট, বুট,টাই বাবুআনা
কেউ কি কিরে ?
যার ঘরে চুলা জ্বলেনি
যদিও বা হয়ত এক মুঠা অন্ন যোগায়
সে কেমন করিবে ঠাটবাট ।।
অর্থের প্রাচুর্য যাহার
সেই জন করে শখ আহ্লাদ
মনে করে এই জগৎ বুঝি তাহার ।
যে দেশে অনাহারী
শিশু পায়না ভাত,
স্বাস্থ্য আজ তলানিতে
ক্যানসার মেতেছে রঙ খেলায়
মা আজ দেহ পেতেছে
সন্তান যেন এক মুঠা ভাত পায় ।
শিক্ষা ব্যাবস্থা আজ ভগ্ন
জাতির অন্বেষণে নেই লাজ
বিভেদ দ্বার হিন্দু-মুসলমান
বলতে পার...
হাজার হাজার কোটি টাকা ব্যায়ে
মূর্তি বসানো এখনই কি ছিল দরকার ?
রচনাকাল - 10:01:2021
9:30pm