যাবেই যখন চলে,
তবে এলে কেন জ্বালাতে ।
তবে মনে কেন জ্বালিলে
প্রদীপের লেলিহীন শিখা ।
তবে কেন ডাকিলে প্রজাপতি
পরাগ ঘটাতে ।
মধুবনে হাজারো প্রাণীর বাস,
কেন টানিলে অন্তরে ক্রাশ ।
হাঁপাইয়া উঠি ;
ভীতস্থ রাজ নেতার ত্রাস ।
বক্ষ জড়াইয়া ধরি
বান মেরেছে শরীর জ্বালায় ।।
মরা নদী ভরে ওঠে, বর্ষার জলে
নদী তখন হুঙ্কার দেয়; ছলনা ভুলে ।
এক সময় মরে যায় নদী
কেউ কাঁদেনা, পড়েনা চোখের জল
হাঁসও তখন মারে লাথি ।
পিঁপড়া বাধে বাঁধ
বালু তখন আট্টহাসে
কোথায় গেল তোর অহংঙ্কার ।।
রচনাকাল-27/04/21
10:00 Pm