আঙ্গিনায় প্যান্ডেল বাঁধা
রাস্তাতে আলো
আজ আমার বিয়ে
বয়স সবে বারো ।।
ছাদনা তলায় বসে আমি
কনের সাজে রূপ
লাল শাড়িতে পোড়া দেহ
বেঁচেও মৃত্যুর স্বমুখ ।।
ছাদনা তলায় বসিয়ে বাবা,
ভাবল বুঝি নামল বুকে পাথর
সেই ! শক্ত পাথর জমল বুকে
কেমন করে বিবাহ ।।
দূর ঐ কাজীর আওয়াজ,
হয়েছে বিবাহ কবুলের স্বরে
হাতে হাত দুটি চাপিয়ে দেও
পথ চলার সঙ্গমে ।।
আমি বলি ছাড় হাত
দাওনা যেতে স্কুলে
আমার এখন পড়ার বয়স
মিছেই কেন বিয়ে ?
সরকারের প্রচেষ্টায়
গরিবের ঘরে আলো
পড়ার খরচ সরকার দেয়
তবে, কেন মোর বাল্য বিবাহ ?
কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী
পতি ঘরে ঘরে
তবে কেন মোর বিয়ে বিয়ে ।
কাঁচের চুড়ি চুলের ফিতে
কিনার বয়স সবে
দাওনা আমায় সেথায় যেতে
ফেরিওয়ালার ঘাটে ।।
রচনাকাল-20/01/21
10:00pm