কাঁদিবার আগে, শতবার হাঁসিও
তবে কাঁদিও একবার ।
আগে নিজেকে ভাবিও,
খোঁজ, নিজের প্রতিবিম্ব বারবার ।
জানি তুমি বিফল হবে
শত চেষ্টায় পাইবে ফল ।
চাহিলে দুহাত ভরে চাহিও
পাইবে এক মুষ্টি দান ।
তুমি যদি নিজেকে পণ্ডিত ভাব
সেও নিজেকে ভাবিবে ঈশ্বর ।
ঘাতের বদল প্রতিঘাত নয়
বদলা নয় বদল চায়
পাতিয়া দিও গাল ।
পাতিও না ফাঁদ
নিজের ফাঁদে জড়িয়ে যাবে
ভির্মি খাবে, রুষ্ট হন ভগবান ।।

রচনাকাল -10/12/2020
9:30 pm