তুমি উজ্জ্বল নক্ষত্র
জ্বল জ্বল কর আকাশে ।
আজ তোমরা যে বল
কবি মারা গেছেন,
কবির কি মরণ হয় ?
কবি হলেন অমর ।
কবির দেওয়া পংক্তি
আজও বিষম কাটে ।
পিঁপড়া হুল ফোঁটায় মারিব বলে
মানুষ কি মরে পিপঁড়ার হুলে ?
দূর দেশান্তর কদম পীড়া
লোচিত হয় বীণাপাণি
কন্ঠে কন্ঠে বর্ষিত হয়
কবির রচিত কাব্যবানী ।।
রচনাকাল- 05/06/2021