দুঃখ আমার জীবন মেতেছে
রাঙ্গিয়ে;
মরছি এখন প্রেমের অনলে,
শেষ হৃদয়ে বয়ছেনা
খেয়া ।
বুঝিবে কি সে ?
আমার বিরহ জ্বালা ।।
স্টিমারটি ঘাটে দাঁড়ায়
মনে পায় গতি
ফিরিবে বলে ফেরিঘাট
আঁখি না মেলায় বাতি ।
যেমন গলে মোম
আগুনের লেলিহীন শিখায়
গলন এই মন
তার ফেরার অপেক্ষায় ।।
দূর ঐ মধুবনে ফাগুনে ফোটে ফুল
চাঁপা দোলায় শিষ
ধানের ক্ষেতে শিশির ভেজায় পা
আনন্দে নুপুর ছন্দে মধুবন
পথে হারায় পায়ের নূপুর ।।
পতঙ্গ গুটি বনে
প্রজাপতি আসায়
কে বা জনিত রেশম চাষী
সূতা তুলিবে পতঙ্গের আসায় ।।
রচনাকাল-21/01/2021
10:00Pm