কিছু স্বপ্ন হয়তো চোখেই থমকে যাবে,
তবু রবে স্মৃতির কোনে লুকিয়ে।
যে স্বপ্ন হবে না দেখা,
তারা বেঁচে থাকবে হৃদয়ের খামে মোড়া।
কিছু সুর হয়তো হারাবে পথের মাঝে,
তবু গুনগুনিয়ে ফিরবে বাতাসের ভাষায়।
যে সুর হবে না বাজানো,
তারা বেঁচে থাকবে নীরব হৃদস্পন্দনে।
কিছু কথা হয়তো অনন্ত অপেক্ষায়,
তবু রয়ে যাবে চিরকাল থেমে।
যে কথা হবে না বলা,
তারা বেঁচে থাকবে নিঃশব্দ প্রেমে।