তোমরা যারা করো বিদ্রুপ মহানবীর নামে,
জানো কি তিনি কে ছিলেন, কী ছিলেন তাঁর কর্মধামে?
তিনি এসেছিলেন আঁধার ভেঙে আলোর বারতা নিয়ে,
দুঃখীদের জন্য দিয়েছিলেন শান্তির প্রদীপ জ্বেলে।

পাহাড়ের গুহায় কাটিয়ে রাত, পেয়েছেন যে বার্তা,
মানবতার মুক্তির জন্য খুলে দিয়েছেন দ্বার।
অত্যাচারের কণ্টক পথে পায়ে চলার কাহিনী,
তাঁর শিক্ষা আজও বয়ে আনে মমতার ধ্বনি।

তোমরা আজ ব্যঙ্গ করো, ভাঙো শ্রদ্ধার সেতু,
তাঁর নামেই যারা চলে, তারা কি চুপে থাকবে?
তিনি দিয়েছেন ক্ষমার শিক্ষা, দয়াময় হৃদয়,
তাঁর পথেই যে সত্য, সে কেমন ভুলে গিয়ে রয়?

তাঁর নামে বিদ্রুপ শুনে পুড়ছে অন্তর,
তুমি কি জানো না, তিনি ছিলেন আলোর অম্বর?
সত্যের সুরে বাজালেন তিনি মুক্তির বীণ,
তাঁর আদর্শেই আজও জ্বলে মানবতার দিন।

বদলে দিলেন বেদনার জগৎ, দিলেন শান্তি,
তোমরা তবু করো বিদ্বেষ, এ কেমন নীতি?
তাঁর আদর্শ ছড়ালো বিশ্বময় আলো,
তুমি কি জানো না, সে আলোয় সবাই চললো?

তিনি ছিলেন সকলের জন্য, ছিল না বিভাজন,
ধর্ম, বর্ণ, জাতি ছাড়িয়ে দিলেন মানবতার অনুপ্রেরণ।
তাঁর মমতা, তাঁর প্রেমের খুঁজে পায় না শেষ,
তাঁর পথেই আছে মুক্তি, শান্তির এক স্পন্দন বিশেষ।

তবু কেন বিদ্রূপ করো, কোথায় তোমার জ্ঞান?
তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই হবে শান্তির গান।
তাঁর শিক্ষা আজও জীবন্ত, সে রয়ে গেছে চিরকাল,
তাঁর নামেই হবে পৃথিবী একদিন ভালোবাসার খেয়াল।

তোমার ব্যঙ্গ, তোমার তির, কিছুই তাকে নয় ম্লান,
তাঁর আলোর মাঝে বাঁচবে পৃথিবীর প্রতিটি প্রাণ।
তুমি যদি বোঝো সত্যি, তাঁর মর্ম আজই জেনো,
তাঁর পথেই আলো আছে, তাঁকেই সঠিক পথে চেনো।

তোমার কটাক্ষ শুধু তোমারই করে ক্ষতি,
তাঁর মহান চরিত্রে নেই কোনো কলঙ্কের স্মৃতি।
তাঁর প্রেম, তাঁর ক্ষমা, তাঁর আলোর স্পর্শ,
তোমার বিদ্বেষ মুছে ফেলবে, জানবে তখন সরল বর্ষ।

তাঁর প্রতি সন্মানই বয়ে আনবে শান্তি,
তাঁর আদর্শই বাঁচাবে জগতের বিপদান্তি।
তোমরা যারা ব্যঙ্গ করো, শুনো হৃদয়ের গান,
মহানবী হযরত মুহাম্মদ (স:) এর পথেই জাগবে পরাণ।