বিষন্নতার গহীন রাত যেন,
একটা ভাঙা পাল তোলা নৌকা,
সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া দিশা,
যেখানে দিগন্তেও নেই কোনও সান্ত্বনা।

বিষন্নতার বিষাক্ত ফুল যেন,
শীতল হাওয়ায় ভেসে আসে হাহাকার,
যেন একটা পুরনো রোদ্দুরের গল্প,
যা হারিয়েছে সময়ের নীরব ঘূর্ণিপাকে।

বিষন্নতার ধূসর সকাল যেন,
চাঁদের আলোর নিচে একলা ছায়া,
যা চুপিচুপি ফিসফিস করে বলে,
“তুমি একাই, আর আমিই তোমার সঙ্গী।"