ভূমি, তোর নামেই পাই আমি শান্তির স্পর্শ,  
মাটির কোলে জড়ানো, স্বপ্নের সজল হর্ষ।  
তোরই নানা নামে আমি লিখি আজ,  
রঙিন আলেখ্যে সাজাই, মনের নিভৃত সাঁজ।  

ধরণী, তুই মায়ের মতো, আশ্রয়ের নিবাস,
তোর বুকেতে ফোটে ফুল, পাখির কলরবের বাস।
প্রতিটি ধূলিকণা, একেকটি গল্প বলে,
তোর কোলে বেড়ে উঠি, স্মৃতি মনে ঝরলে।

পৃথিবী, তুই অপরূপা, সৌন্দর্যের নির্যাস,
তোর রূপ দেখে মুগ্ধ হই, তোরই ভালোবাসায় বাস।
তোর বিস্তৃত বুকে সবুজের বিস্তার,
তুই আমাদের আপন, তোরে ভালোবাসি বারবার।

পাটাল, তুই রহস্যময়ী, তোর গভীরে খুঁজি সুধা,
তোর আনাচে কানাচে ছড়িয়ে আছে, সুখের ইচ্ছা মুগ্ধা।
তুই আমায় শেখাস, প্রকৃতির গভীর রূপ,
তোর সাথে চলতে গিয়ে পাই, মনের অনন্ত সুখ।

মেধিনী, তুই প্রাচীন, তোরে পাই ইতিহাসের কোলে,
তোর সাথে জুড়ে থাকে, মানবতার অশেষ বলয়ে।
তোর প্রতিটি স্তরে লেখা, সভ্যতার একেক রূপ,
তোরই প্রেমে আমি বাঁধা, তুই আমার স্বপ্নের সুখ।

তাই তোরে যত নামেই ডাকি, তুই যে আমারই মাটি,
তোর কোলে ফিরে এসে পাই, মনের শান্তি।