একে একে পঞ্চাশটি
বছর পার হয়েছে
ভুলেনি আজও
ঘাতকেরা পিতার সন্তান কে নিয়ে
গণকবরে রেখেছে।

মাটির নিচে চাপা দিয়েছে
সন্তানহারা পিতা আজ ও
করুন দৃশ্যের কথা ভুলতে পারেনি
যখন মনে পড়ে কেঁদে কেঁদে
অন্তরটা ছেদন হয়ে যায়।

ভাবে ফিরবে হয়তো
স্বাধীনতা এলে মনে করে
তারা সব মাটি থেকে উঠে
এসে স্বাধীনতায় যোগ দিবে।

গাইবে সবার সাথে বজ্রকন্ঠে গান
ধ্বনিত হবে দেশ
উল্লাসে বয়ে যাবে গোটা দেশজুড়ে।।

রচনাকাল: ২১-০৩-২০২১
সময়: দুপুর ২:২৫ টায়
দিনাজপুর