পথ ভুলে যায়
অন্য পথে...!!
আবার ফিরে একই পথে
অচিন পথে হাঁটতে গেলে,
এমন বিপদ এগিয়ে আসে।
ভাবতে হবে পথের কথা
মনে মনে জরিপ করা
পথটা হবে কতদূরের
কোথায় পথ নিয়ে যাবে।
না বুঝিয়া চলতে গেলে
এমন বিপদ তেড়ে আসে
পথের ভুলে হয়রানি
হবে সে যে অনেক নাজেহাল।
এপথ ওপথ খুঁজতে গিয়ে
সন্ধ্যাকালে আসবে
শেয়াল মশাই তেড়ে
ভয়ে হবে জড়োসড়ো।
কে বাঁচাবে ওই সময়ে
আর ভুলো না পথ
বিপদ দূরে রাখো।
তারিখ: ০৭-০৬-২০২২
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।