ভুবনটা ঘুরে
দেখো চেয়ে
দেখবে কত বিচিত্র নীলা ভুমি
সাগর মহাসাগর।
নদনদী গাছপালা
ইমারত পশুপাখি
মানুষ কত কিছু দেখবে
পাতালে উঁকি দিলে দেখবে।
কেবল জল আর জল
সাদা স্বচ্ছ যেন পাতাল
হয়ে আছে সাগর মহাসাগর
ভুবন ঘুরে এসে ভাবনায বসো।
কি এই পৃথিবী...?
বুঝবে সংসার কি.?
জীবন কি..?
সম্পত্তি কি?
অর্থ কি..?
দুই দিনের নিত্য লীলায়
মগ্ন থেকে আবার
পাতালে নামতে হবে।
তারিখ: ২৪-১১-২০২২
সময়: দুপুর ৪: ০০ টায়
দিনাজপুর।