মেঘ দেখলে ভয় পাই
বাঘ দেখলে লুকিয়ে যায়
মেঘের ডাকে বজ্রপাত
প্রাণটা যায় কতবার।
বাঘের কামড়ে জীবন যায়
বাঘ দেখলে লুকিয়ে যায়
কামড়ে খাবে ছিঁড়ে ছিঁড়ে
তাই সবাই ভয় পায়।
গগন ছিঁড়ে বজ্রপাত
রেহাই নাই প্রাণীর আজ
কার বা ঘাড়ে পড়বে এসে
লুকাবার ও পথ নাই।।
তারিখ:০৫-০৮-২০২২
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর