মাঘ আসে যম আসে
শীতে করে কাবু
পৌষ দেখে ভয় করে
আরো ভয় মাঘের শীতে।
যত গায়ে কম্বল জড়াও
হয় না নিবারণ শীত
শীতের এত তীব্র জ্বালা
শীত নিবারণ করতে গিয়ে
মরতে হয় আগুনে।।

তারিখ: ০৩-০১-২০২৩
সময়: বিকাল ০৫:০০ টায়
দিনাজপুর।