আষাঢ়ে ভরাই সব
আষাঢ়ের আছে অনেক জল
মেঘে ভাসে আকাশটা
যত ইচ্ছা তত দেয়।
আষাঢ়ের গলাটা
ভরে যায় সম্পূর্ণটা
যত ইচ্ছা দিয়ে যাক
না ডুবে মাটিরা।
মাটি ডুবলে হবে কি
ফসল চলবে কোন মাটিতে
মাটি করে উলটপালট
ফসল ফলবে থরেথরে।।
তারিখ: ০৫-০৪-২০২২
রাত্রি: ১০:০০ টায়
দিনাজপুর।