ভোর আমায় ডেকে দেয়
আর থেকো না শয্যায় ঘুমায়
ভোরের পাখি ঘুম ভেঙেছে
ডাকছে তারা বৃক্ষশাখে।
কিচিরমিচির গান ধরেছে,
তোমরা উঠো নিচে গেয়ে
দিনটি পার করো;
আসবে আবার রাত্রি ঘনায়
আবার যাবে শয্যার কাছে
ঘুমিয়ে থাকবে অহোরাত্রি।
ভোরটি হলে দেখতে পাবে
উঠবে আবার পুব আকাশে রবি,
এমনি ভাবে কেটে যাবে
সারাজীবন ধরে।।

রচনাকাল: ১৬-১২-২০২০
সময়: দুপুর ১২:২০ টায়
দিনাজপুর