ভরে গেছে ফসলের মাঠ
অনেক খুশি কৃষক
মাথার ঘাম পায়ে ফেলে
করছে সোনার ফসল।

এই ফসল সবাই খাবে
বাঁচবে জীবন সবার
কৃষক যদি না থাকতো
ফসল ফলাতো কে..?
কৃষক যেন সুস্থ থাকে।

খাটতে পারে মাঠে
এদের জন্য পুষ্টি
অনেক প্রয়োজন
বিনামূল্যে কৃষককে চিকিৎসা
সেবা দেওয়া অনেক ভালো কাজ;
খুলতে হবে নিজ উদ্যোগে
কৃষক সেবা কেন্দ্র।।

তারিখ:১৩-১০-২০২০
সময়: রাত্রি ০৩:০৫ টায়
দিনাজপুর।