ভরা বর্ষার জলে
নদী করে টলমল
থাকবে কোথায় আপনজন..?
নৌকা বাঁধা জলেতে
থেকে যাও খুশিতে।
কাঁধে করে নিয়ে যাবে
কোথায় তারে নামিয়ে দিবে?
পদ্মার উত্তাল ঢেউ..!!
ভেসে ভেসে যাই যে কই।।

তারিখ:০২-০৩-২০২২
সময়: রাত্রি ০৮:০০ টায়
দিনাজপুর।