ভিক্ষা করে কাটে দিন
কোন দিন হবে সুখের দিন
কবে হবে সম্পদের পাহাড়
তবে ঘুঁচবে ভিক্ষার দিন।

ভিক্ষা চাওয়ার কষ্টটা
মনটা কাঁদে অনেকটা
নাই সম্বল নাই সম্পদ
তাই করেছে ভিক্ষুক আজ।

এই জীবনটাই করে যাই
পরজনমে হই না আর
ভিক্ষার মত কষ্টটা।।

তারিখ: ১৪-০৩-২০২২
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর।