বর্ষা আসলে ভিজে যায়
খরা এলে শুকিয়ে যায়
ভিজলে তাহা ক্ষতি নাই
শুকিয়ে তো যায়

তাহলে বর্ষা খরা দুটোই ভালো
বর্ষার জন্য বিকল্প খরা মৌসুমটা
ভিজলে পারে শুকাতে হয়
ক্ষতি হয়না কিছু। স্বপ্ন

খরা যদি না থাকতো
ভিজিয়ে থাকতো হতো
সর্বকালের জন্য..!!
তাতে কি ভালো ফল
আসতো কোনদিন,
ভিজিয়ে থাকলে পড়তে হয়
অনেক বিড়ম্বনায়।।

রচনা কাল: ১০:০৫-২০২১
সময়: দুপুর ১২:২৫ টায়
দিনাজপুর।