ভাঙ্গবে ঝড়ে মাটির ঘর
বানাবে তখন দালান ঘর
ঝড়েও ভাঙ্গবে দালান ঘর
উপায় তখন কি..?
ঝড়ের আছে প্রবল শক্তি।
রাগ উঠে যায় ভেঙ্গে ফেলায়
বৈশাখ আনে ঝড়ের দাপট
চিন্তা সবার বৈশাখ নিয়ে
বৈশাখ এলে কাঁপতে থাকে।
কখন আসে ঝড়..!!
পূর্ব আকাশে মেঘ জমেছে
কেটে যাক দল বেঁধে
ডাকতে থাকো প্রভুকে
ওরে প্রভু রক্ষা করো
ঝড় উঠে হয়ে যাবে সব শেষ
থাকবো কোথায় নিরাপদে!
বসত ভিটা উড়ায় নিবে
খোলা আকাশে থাকতে হবে।

তারিখ: ১৮-০৪-২০২২
সময়: দুপুর ১১:৩০ টায়
দিনাজপুর।