যাবো ভিজার দেশ
ছাড়বো মরুর দেশ
ভিজাতে শান্তি
শুষ্কতে অশান্তি।
যেতে হবে ভেজার দেশ
টুপুর টুপুর বৃষ্টি পড়ে
কাক পাখিরা চেয়ে দেখে
ছোট্ট বাসা ভিজে যায়।
চোখটা দিয়ে অশ্রু যায়
কোথায় ঠাঁই হবে মোদের
বাসা ভাড়া অর্থ নাই
দশ দুয়ারে খুঁটে খাই।
অর্থ হাতে কোথায় পাই
রোদ উঠলে শুকিয়ে যাবে
বাসায় আবার ফিরে যাবো
কারো অধীনে নাই হই।
নিজের বাসা পরিপাটি
রাখি আপন হাতে যত্ন দিয়ে।।
তারিখ:০৮-০৬-২০২৩
সময়: দুপুর ১:০০ টায়