জীবনটা যে ভাঙ্গা গড়া
এই খেলা ঘরে
কেউ বাঁচে কেউ মরে
এই তাঁর খেলা।

অস্থায়ী পৃথিবীতে আসা আর
যাওয়া মেটেনা মনের সাধ
মিটিবে কি আর..?
যদি বুঝি আমি,
এসেছিলাম আগে ;
স্বাদগুলো মিটাতাম
সব কাজের আগে।।

রচনাকাল: ১৭-০৭-২০২১
সময়: রাত্রি ৮:৩৫ টায়
দিনাজপুর।