সব ভেঙে দাও
গড়তে থাকো
ভাঙ্গা-গড়া দুটো কাজ
একবার গড়ো।

আবার ভাঙ্গো
লেগেই আছে অহরহ
ভাঙা সহজ গড়া কঠিন
এই কথাটি সবাই জানে।

পরে যখন মুশকিলে
ভাঙ্গে তখন আপন-মনে
ভাগ্য যদি ভাল হয়
গড়ে আবার নতুন সাজে।।

তারিখ:২৩-০৪-২০২২
সময়: রাত্রি ৯:০০ টায়
দিনাজপুর।