একটি গোলাপ হাতে দিলো
ভালোবাসার দিনে...!!
বন্ধুর হাতে ফুল পেয়ে
অনেক খুশি হলো।

ভাবলো ফুল সুগন্ধি ছড়ায়
মনকে করে সতেজ
সে কেবল ফুল দিলো
আর সাথে নাই অন্যকিছু।

ফুলের মত বাহার হয়ে
থাকতে হবে আমাকেও
ফুল যে হয় পবিত্র
জগতের কাছে।

অন্য সম্পদ হাতে দিলে
হতাম আমি অহংকারী
লোভ আসতো মনের ভেতর
তাড়া করতো সর্বসময়।

সম্পদ পাওয়ার লোভ জাগতো
মনটা হতো টলোমলো
মনে আসতো অনেক কথা
ভাবতাম সম্পদ গড়ি কাড়ি কাড়ি।।

সময়:১৭-০২-২০২২
তারিখ: সকাল ১০:৩০ টায়
দিনাজপুর