কেউ যাবে ভালো পথে
কেউ যাবে বিপথে
কেউ চাই পাপ কেউ চাই মাফ
এক পথে হাঁটলে..!!
দুঃখ হত না কারো কপালে।
পথে পথে কি'বা আছে
তাই যেতে চাই অন্য পথে
একা গেলে পথ হারাবে
দুইজন মিলে খুঁজে পাবে
সঙ্গের সাথী পথিক হবে;
দুইজনে বন্ধুত্ব হবে।।

তারিখ:২৭-০৪-২০২২
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর