ভেসে যাচ্ছে স্রোতের টানে
কেমনে ভাঙ্গন হবে রোধ
ঘর বাড়ি চলে যাচ্ছে
নদীর বুকের ভেতর।
কে আছে ছিঁড়ে
আনবে নদীর বুক থেকে
নদীতে আছে উত্তাল ঢেউ
কে যাবে।
টেনে নিবে স্রোতের টানে
কোথায় নিয়ে ঠেকাবে
জীবন্ত দেহটা..!!
আর কে থাকবে বেঁচে।
কেন যাবে ঘর বাড়ী
ছিঁড়ে আনতে
নদীর কাছে আপোষ নাই
খেয়াল খুশিতে কাঁটায় দিন।
দাপট যদি না থাকে
নদী হবে কেমনে সে
কারো কাছে হার মানে না
পরাজয় নাহি করে।।
রচনামূলক:২৩-০৮-২০২১
সময়: রাত্রি ১০:৩০ টায়
দিনাজপুর