বান ডেকেছে ভাদ্রে
হারিয়ে গেছে শ্রাবণে
বর্ষা মাস শ্রাবণ মাস
হয় নি বর্ষা কেন তা।
বাদ সেজেছে প্রকৃতি
করবে কি শ্রাবণ তা
এবার হয়নি বেজার কেন.?
পরের বছর দিবে তা।
গালি দিও না শ্রাবণকে
রেগে যাবে দিবে ঢেলে
বলবে শ্রাবণ আমায় নিয়ে
এত কেন কানাঘুষা।
শুনতে পাচ্ছি অনেক তা
কেউ কি পারবে মাস ছিঁড়তে
টুকরায় টুকরায় হবে শেষ
চলে গেছি উচ্চ আকাশে।
আমায় ছুঁইয়ে কেমনে তা
আবার এসে দেখা দিবো
পরের বছর আষাঢ় শেষে।।
তারিখ:১৮-০৮-২০২২
সময়: সকাল ০৯:০০ টায়
দিনাজপুর