ভাবছে বসে
বাড়ির পোষা বিড়াল
খাবো আমি কি..?
সামনে দেখছে শোল
বোয়াল রুই কাতলা ।
কোনটা সে খাবে
অধিক দ্রব্য পেয়ে
মাথায় পড়ে হাত
সব ভালো কোনটা খাবে;
পড়ে যায় দুশ্চিন্তায়।
কারো চেয়ে কেউ কম নয়
কাকে দিবে প্রাধান্য
কেবল পেতো রুই
ধরে খেতো রুই।
থাকতো না বালাই কোন
পেটটা ভরলে ঘুমিয়ে যেত
মহাজনের খাটের কোণে
বাছতে গিয়ে আহার হয়নি।
জ্বলছে পেট সদাই
মেও মেও কান্না করছে
বাড়ির কর্ত্রী রাধারানীর পা'টা ধরে
ভাবলো কর্ত্রী খিদে পেয়েছে।
তাই করেছে এমন
দিলো তারে একটু মুড়ি
খেলো পেট ভরে..!
এখন তবে চুপ।
বাছতে গিয়ে এমন দশা
হয় যে সবার জন্য
অধিক কিছু পেলে
ভাবনা অনেক আসে।
তাই ভেবোনা অনেক কিছু
যা পাও তা নিয়ে
খুশি থাকো অনেক।।
তারিখ:১৭-১২-২০২১
সময়: দুপুর ০৩:৩০ টায়
দিনাজপুর