রাত্রি হলে ঘুমিয়ে পড়ি
সকাল হলে উঠবো আমি জেগে
এমনি করে আশিটি বছর কাটে
এমন একদিন এসে যাবে।
রাত পোহাবে
উঠবো না আর জেগে
মৃত্যু এসে ঘুমের ভেতর
প্রাণ নিয়ে চলে যাবে;
পরপারের দেশে।
কার মৃত্যু কিভাবে বলতে
পারেনা কোন জীব
মৃত্যু হবেই..!
একবার হলেও ভাবো।
ভাবার সময় না থাকলেও
ঘুমাতে যে ভাবো
ঘুমিয়ে গেলাম প্রভু;
রাখো ভালোভাবে।
কেমনে তুমি জীবন নিবে
বলে দাও না আমায়
ঘুমে যদি নিয়ে যাও
রাতভোর আর কিছুই
চোখে পড়বে না।
জানতে পারলে আর
দুটো দিন চেয়ে নিতাম
আর দুটিদিন সময় দাও
থেকে যায় আমি মায়ার সংসারে।।
রচনা কাল:২২-০৭-২০২১
সময়: রাত্রি ০৮:৩৫ টায়
দিনাজপুর