উঠান জুড়ে পাকা ধানে
ভরে গেছে কৃষকের বাড়ি
হেমন্তের ধান‌ পেকেছে
কৃষক টেনে টেনে মাঠ থেকে
ধান‌ এনে ভরে দিচ্ছে।

সারা বছর মাথার ঘাম
পায়ে ফেলে..!!
এখন পাকা ধান পেয়ে
খুশি তে ভাসছে।

কষ্টের দিন ভুলে গিয়ে
বুক ভরা সোনালী ধান পেয়ে
এত খুশি যেন খুশিতে
দিশেহারা হয়ে যাচ্ছে।

এত খুশি থাকার পর ও
এই খুশিতে ভাটা পড়বে
নিজে একটু খেয়ে
ধার দেনা শোধ করতে
যেয়ে সব ধান‌
গোলাশূন্য হয়ে পড়বে।

দুই দিনের হাসি মুখে ফুটে
সারা বছর অভাবে থাকে।।

তারিখ: ১৯-১১-২০২২
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর।