বাতাসে উড়তে চাই
ভালো লাগে তাই চাই
উড়তে চেয়ো না বাতাসে
উড়ায় নিয়ে আছাড় দিবে।

বাতাসের অনেক শক্তি
মুহূর্তেই করে তছনছ
বাতাসের সাথে বাজি ধরা
বোকামির কাজটি করা।

কোন বাজি ভালো না
ঘটতে পারে অঘটন
ভালো আছো ভালো থেকো
স্বাভাবিক থেকে যাও।

আর আসবে না ঝড়ঝঞ্ঝা
বেঁচে থাকা সুখের হবে।।

তারিখ: ০৬-০৪-২০২২
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর।